ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আফ্রিদির ঝড়ো ইনিংসেও পাকিস্তানের স্বল্প পুঁজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
আফ্রিদির ঝড়ো ইনিংসেও পাকিস্তানের স্বল্প পুঁজি ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শহীদ আফ্রিদির ঝড়ো ইনিংসের পরও স্বপ্ল পুঁজির স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারিদের ইনিংস।



ব্যাটিংয়ে নামা পাকিস্তান এদিন কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে মাঝে দলের হাল ধরেন মিসবাহ-উল-হক। তিনি চতুর্থ উইকেট জুটিতে হারিস সোহেলের সঙ্গে ৪৯ রান যোগ করেন।

তবে পাক অধিনায়ক ৫৮ রানে আউট হয়ে গেলে আবারো চাপে পড়ে দলটি। কিন্তু শেষ দিকে ২৯ বলে নয় চার ও তিন ছয়ে ৬৭ রান করে দলের স্কোর দু’শ পার করেন আফ্রিদি।

স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন গ্র্যান্ট ইলিয়ট। আর দুটি করে উইকেট নেন মিলস, বোল্ট ও অ্যান্ডারসন।

জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।