ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

পাকিস্তানের প্রস্তুতি নিয়ে ওয়াসিম আকরামের শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পাকিস্তানের প্রস্তুতি নিয়ে ওয়াসিম আকরামের শঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নিজের দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার মতে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মিসবাহবাহিনীর হাতে আর খুব বেশী সময় নেই।



পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই স্পিডস্টার এসব কথা জানান।

ওয়াসিম বলেন, ‘ভারত গত দুই মাস ধরে ওখানে(অস্ট্রেলিয়া) স্বাগতিকদের সঙ্গে অনেকগুলো ম্যাচ খেলেছে যেটা তাদেরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেক সাহায্য করছে। অন্যদিকে, ইতিমধ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করলেও, পাকিস্তান ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাচ্ছেনা। ’

মিসবাহ-আফ্রিদিদের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমি অতীতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে অনেকবার খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয়, কয়েকটি প্রস্তুতি ম্যাচ আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি ওয়ানডে খেললেই এতো বড় আসরের জন্য নিজেদেরকে প্রস্তুত করা সম্ভব নয়। ’ 

এর আগে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড ৬৩ বল হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জিতে নেওয়ায় নিজের বিস্ময় আটকাতে পারেননি পাকিস্তানের এই কিংবদন্তী পেসার। সে সময়েই পাকিস্তানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে ওয়াসিম বলেন, ‘ঘরের মাঠে নিউজিল্যান্ড এমনিতেই ভালো করতো। তাই বলে তারা আমাদের(পাকিস্তান) বিপক্ষে এতো সহজে জিততে পারেনা!’

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের মিশন শুরু করবে পাকিস্তান।

বাংলাদেশঃ সময় ১১৪৩ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।