ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: শীর্ষ দল হিসেবেই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সদ্য প্রকাশিত রিলায়েন্স ‍আইসিসি ওডিআই টিম র‌্যাংকিংয়ে ভারতকে হটিয়ে সবার উপরে উঠে আসে অজিরা।

৭৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ।

গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ রানের জয়ই র‌্যাংকিংয়ে প্রভাব ফেলে। ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অজিদের থেকে ছয় পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪-১ এ ওয়ানডে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা ১১৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অবস্থান করছে।

গত বিশ্বকাপের রানারআপ শ্রীলঙ্কা ১০৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তাদের পরেই ইংল্যান্ডের অবস্থান (১০৪)। ইংলিশদের পরে ১০২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউজিল্যান্ড। ৯৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পাকিস্তান। দুই পয়েন্ট কম নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ৫৩, ৪১ ও ৩৪ পয়েন্ট নিয়ে দশম, এগারতম ও দ্বাদশ স্থানে রয়েছে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

উল্লেখ্য, ফেব্রুয়ারির আট তারিখ থেকে বিশ্বকাপের ১৪টি দলের মধ্যে প্রত্যেকে দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।