ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বৃহস্পতিবার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বৃহস্পতিবার দ্বিতীয় আন-অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ।



গতকাল মঙ্গলবার প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় স্বাগতিক দলটি।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করেছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়েন মুমিনুল হক। তিনি ৫২ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হয়ে ফেরেন। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ ও সৌম্য সরকার ৩৩ রান করেন।

জবাবে খেলতে নেমে ৪৩.২ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া একাদশ। রুবেল হোসেন নেন দুটি উইকেট।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের খরচে ক্রিকেট অস্ট্রেলিয়ার সহায়তায় ম্যাচ দুটির আয়োজন করেছে।

বিশ্বকাপের চূড়ান্ত লড়াই শুরু হওয়ার আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি ব্লাক টাউনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার দু’দিন পর ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।