ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

সিরিজ ড্র করলো টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
সিরিজ ড্র করলো টাইগার যুবারা ছবি: সংগৃহীত

ঢাকা: পাল্লেকেলেতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ড্র করে ০-০তে সিরিজ শেষ করলো বাংলাদেশ অনুর্ধ-১৯। তিন দিনের ম্যাচের শেষ দিনে শ্রীলঙ্কান অনুর্ধ-১৯’এর সাইলান্দু উষানের অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষ করে স্বাগতিকরা।



এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে নয় উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে বাংলাদেশ। তবে ওপেনিং জুটিতেই ৯০ রানের পার্টনারশিপ গড়েছিলেন সাদমান ইসলাম ও সাইফ হাসান। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন হিমেশ রামানায়েক।

এদিকে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনটি প্রায় পুরো সময় বৃষ্টিতে শেষ হয়।

জবাবে ৮৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রান করে শ্রীলঙ্কা। উষান ২৪৫ বলে ১৩ চার ও এক ছয়ে ১১২ রান করেন। সফরকারি বোলাদের মধ্যে দুটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান।

এর আগে দু’দলের মধ্যকার পাঁচ ম্যাচের একদিনের সিরিজে টাইগার যুবারা ৩-২’এ সিরিজ জিতেছিল।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।