ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তিনদিনের পরিশ্রম একদিনেই মাটি’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
‘তিনদিনের পরিশ্রম একদিনেই মাটি’ শাহরিয়ার নাফিস

ঢাকা: প্রতিটা ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে প্রথম শ্রেনীর ক্রিকেটে অন্তত একটি ডাবল সেঞ্চুরি করার। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারর শাহরিয়ার নাফিস মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে সেই স্বপ্ন পূরণ করেছেন।

পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা।

বিকেএসপির ২ নম্বর গ্রাউন্ডে বরিশালের হয়ে খুলনার বিপক্ষে চারদিনের ম্যাচের তৃতীয় দিনে খেলেন ৩০৭ বলে ২১৯ রানের ইনিংস। ৩২টি চারে সাজানো এমন ইনিংস খেলার পরও নাটকীয়ভাবে দলের হারে ডাবল সেঞ্চুরির কীর্তিটি ম্লান হয়ে গেছে তার।

‘তিনদিনের পরিশ্রম একদিনেই মাটি হয়ে গেল। শেষে এসে ম্যাচটা হেরে গেলাম আমরা। ’ নাফিসের ম্যাচ হারের আক্ষেপ থাকলেও প্রথম শ্রেনীর ক্রিকেট ক্যারিয়ারে প্রথম দ্বি-শতক করতে পেরে আনন্দিত তিনি।

প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর অনুভূতি কেমন ছিল জানতে চাইলে বাংলানিউজকে শাহরিয়ার নাফিস জানান, ‘একটা স্বপ্ন পূরণ হলো। প্রতিটা ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে নামের পাশে বড় একটা ইনিংস যোগ করার। ডাবল সেঞ্চুরি করার পর স্ত্রী-সন্তানদের কাছে ছুটে গেলে তারা আমাকে অভিনন্দন জানায়। এক কথায় অনুভূতি অসাধারণ ছিল। ’

এবারের জাতীয় লিগে ধারাবাহিকভাবে রান করতে চান নাফিস। ব্যক্তিগত লক্ষ্য লিগের সর্বোচ্চ স্কোরার হওয়া কিনা জানতে চাইলে নাফিস জানান, ‘৮টি দলে ১২০ জন খেলোয়াড় থাকে। তার মধ্যে একজনই সর্বোচ্চ স্কোরার হবে। সেটা আমাকেই হতে হবে-এমন কোনো লক্ষ্য নেই। আমি ম্যাচ-বাই ম্যাচ ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। ’

গতকাল বুধবার চারদিনের ম্যাচের শেষ দিনে খুলনা বিভাগের টার্গেট দাঁড়ায় ২৮৩ রান। তখন দিনের ৬৪ ওভার খেলা বাকি। চা-বিরতির পরের ঘন্টা পর্যন্ত ব্যাটিং করে খুলনা স্কোরবোর্ডে সংগ্রহ করে ৪৯ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান। শেষ ১৫ ওভারে তখনও জয়ের জন্য প্রয়োজন ১৪৮ রান। এমনই এক সমীকরণকে সম্ভব করেছেন ইমরুল কায়েস ও জিয়াউর রহমান। ফলে বরিশালকে হার মানতে হয় ৬ উইকেটের ব্যবধানে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।