ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট নিয়ে গেইলের আপত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ব্যাট নিয়ে গেইলের আপত্তি ক্রিস গেইল

ঢাকা: ক্রিকেট ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে ভারসাম্য আনার জন্য সম্প্রতি আইসিসি’র চীফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন জানিয়েছিলেন, ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থে মাপ ছোট করা হবে। তবে এ ব্যাপারে ঘোর বিরোধিতা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।



গেইল বলেন, ‘একজন বড় ব্যাটসম্যানের জন্য একটি বড় ব্যাট প্রয়োজন। সমর্থকরা বলতেই পারে ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। তবে আমার মতে বোলাররাও উপকৃত হচ্ছে। ’

এদিকে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিও আইসিসি’র এ ধরণের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তিনি সমর্থন জানিয়েছেন গেইল ও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের। যারা ৪৫ এমএম পুরু ব্যাট ব্যাবহার করেন।

ব্রেট লি বলেন, ‘আমি মনে করি গেইল ও ওয়ার্নার দারুণ শক্তিশালী ব্যাটসম্যান। তারা ভারী ব্যাটেই নিজেদের ফিট মনে করে। আর তাদের খেলা সমর্থকদের আরো বেশি আনন্দ দেয়। ’

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।