ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন লঙ্কান প্রসাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন লঙ্কান প্রসাদ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি আর এমন সময় দু:সংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে। রোববার অনুশীলনে হাতে ব্যথা পওয়ায় আসর থেকে ছিটকে পড়লেন দলের ফাস্ট বোলার ধামিকা প্রসাদ।



আর লঙ্কানদের এখন আইসিসি’র ট্যাকনিক্যাল কমিটির কাছে খেলায়াড় পরিবর্তনের আবেদন জানাতে হবে।

দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ বোলিং করার পর ক্যাচ ধরার সময় বাঁহাতে ব্যথা পায় প্রসাদ। পরে এক্সরে করে দেখা যায় হাড়ে চির ধরেছে। আর বিশ্বকাপে তার আর খেলা হচ্ছে না। ’

লঙ্কান দলে এখন প্রসাদের পরিবর্তে শামিন্দা এরাঙ্গা অথবা দাসমান্থা চামিরাকে নিতে পারে। প্রসাদ এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।