ঢাকা: ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস টেইলর ৯৮ রান করেই অপরাজিত ছিলেন। জেমস অ্যান্ডারসন রান আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরি বঞ্চিত থাকতে হয় এই ইংলিশ ব্যাটসম্যানের।
ইংলিশদের ইনিংসের ৪২ তম ওভারের শেষ বলে মিচেল স্টার্কের বলটি টেইলরের প্যাডে লাগলে আম্পয়ার আলিম দার আউট ঘোষণা করেন। কিন্তু টেইলর রিভিয় চাইলে টিভি ক্যামেরায় ধরা পড়ে বলটি লেগ স্ট্যাম্পে মিস করছিল। আম্পায়ার তার সিদ্ধান্ত ফিরিয়ে নেন।
কিন্তু লেগ আম্পায়ার কুমারা ধর্মসেনার সন্দেহ হলে তিনি আবারো টিভি আম্পায়ারের সাহায্য চান। কারণ ধর্মসেনার সন্দেহ ছিল এন্ডারসন রান আউট হয়ে গিয়েছিলেন। পরে ক্যামেরায় ধরা পড়ে অ্যান্ডারসন সত্যিই রান আউট হয়েছেন।
তবে টেইলরের দাবী ছিল আম্পায়ার আউট ঘোষণার করায় বলটি ডেড বল হিসেবে ধরা হোক। কিন্তু আম্পায়ার টেইলরকে আউট ঘোষণা করার আগেই রান আউট হয়েছিলেন অ্যান্ডারসন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫