বরগুনা: বরগুনায় ৯ দিনব্যাপী মাদকের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ আয়োজন করা হয়েছে।
রোববার(১৫ ফেব্রুয়ারি)দুপুর ১২টার সময় বরগুনা উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বালুর মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্থানীয় সচেতন যুবকদের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
পৌর কাউন্সিলর ফারুক শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল ও উন্নয়ন কর্মী জাকির হোসেন মিরাজ, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট কর্মকর্তা আ. রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে বাঁচতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ এগিয়ে এলে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
এ ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবাইকে ব্যক্তিগত ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫