ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের কষ্টার্জিত জয়

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
কিউইদের কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র ১৪৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্কটিশদের বোলিং তোপে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে কিউইরা। ২৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে কিউইদের জয় নিশ্চিত করেন ভেট্টোরি।



ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮ রানেই সাজঘরে ফেরেন প্রথম ম্যাচে এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত মার্টিন গাপটিল (১৭)। এরপর দলীয় ৪৮ রানে গাপটিলের পথ ধরেন ব্র্যান্ডন ম্যাককালাম (১৫)। ব্যক্তিগত স্কোর দুই অঙ্কের ঘরে না পৌঁছতেই বিদায় নেন রস টেইলর (৯)।

দলের হাল ধরতে মাঠে নামেন ইলিয়ট। তিন নম্বরে ব্যাট করতে নামা উইলিয়ামসনের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে দলীয় স্কোর একশ’ পার করান ইলিয়ট। এরপর ১০৬ রানে উইলিয়ামসনের (৩৮) বিদায়ের পর দলীয় ১১৭ রানে সাজঘরে ফেরন ইলিয়ট(২৯)। এতে ম্যাচ কিছু নাটকীয়তা পায়।

জয়ের জন্য যখন মাত্র ৬ রানের প্রয়োজন তখন সাজঘরে ফেরেন আরো দুই কিউই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত আট নম্বরে ব্যাট করতে নামা ড্যানিয়েল ভেট্টোরির বাউন্ডারিতে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিকরা। এর ফলে টানা দুই ম্যাচেই জয় তুলে নেয় কিউইরা।

স্কটিশদের পক্ষে ওয়ারডেল ও ডেভি তিনটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। মাত্র ১ রানে সাজঘরে ফেরেন দুই স্কটিশ ব্যাটসম্যান। কিউই বোলারদের সে ধাক্কা না সামলাতেই দলীয় মাত্র ১২ রানে ফেরেন আরো দুই ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত মাচান (৫৬) ও ব্যারিংটোনের (৫০) অর্ধশতকে ৩৬ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে স্কটিশরা।

কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ভেট্টোরি ও কোরে অ্যান্ডারসন।

** টেইলরের তালুবন্দী হয়ে ফিরলেন টেইলর
** ম্যাককালামের উইকেট হারালো নিউজিল্যান্ড
** সহজ লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা
** ১৪২ রানে গুটিয়ে গেল স্কটিশরা
** শতক পেরোলো স্কটিশরা
** টপঅর্ডারেই তিন ‘ডাক’
** শুরুর ধাক্কা সামলে অর্ধশতক পেরোলো স্কটিশরা
** কিউই পেসে দিশেহারা স্কটিশরা
** অপরিবর্তিত নিউজিল্যান্ড একাদশ

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫/আপডেট: ০৯৪৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।