ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশই চাপে থাকবে: আফগান দলপতি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাংলাদেশই চাপে থাকবে: আফগান দলপতি ছবি: সংগৃহীত

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। আর এ ম্যাচকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনার সুর।



এদিকে ম্যাচের আগে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশ এর আগে আফগানিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি। জবাবে মাশরাফি বলেন, আমরা তাদের বিপক্ষে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছি (এশিয়া কাপে)। তবে এর কিছুদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা প্রতিশোধ নিয়েছি। ’

এ ম্যাচকে ঘিরে বড় একটি বিষয় হচ্ছে আইসিসি’র সহোযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে পূর্ণ সদস্যের বাংলাদেশ। টাইগররা ২০০০ সাল থেকে টেস্ট খেলছে আর ১৯৮৬ থেকে দলটি ওয়ানডে খেলছে। আর তারা আশা করছে আফগানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়।

তবে আফগান কোচ অ্যান্ডি মোলস জানান, বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলেছে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে প্রথম দেখাতেই দলটি হেরেছে।

এদিকে দু’দলের প্রথম দেখায় বাংলাদেশ থেকে আফগানিস্তান ভালো খেলেছিল জানিয়ে অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘আফগানিস্তান কোনো চাপে থাকবে না। বরং পুরো চাপটাই থাকবে বাংলাদেশের উপর। ’

ফতুল্লায় অনুষ্ঠিত এশিয়া কাপের সে ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ছিলেন না দলের সেরা দুই তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এ প্রসঙ্গে নবী বলেন, ‘হ্যাঁ, তামিম ও সাকিব দলের অভিজ্ঞ ক্রিকেটার। তবে আমি মনে করি বাংলাদেশ ও এখানকার কন্ডিশন পুরোপুরি আলাদা। সুতরাং আমরা চেষ্টা করবো ভালো খেলে জয় তুলে নিতে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।