ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

ভারতকে হুমকি মানছেন পন্টিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
ভারতকে হুমকি মানছেন পন্টিং রিকি পন্টিং

ঢাকা: অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, বিশ্বকাপে ভারত অত্যন্ত বিপদজনক একটি দল। এমনকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ধোনিদের শিরোপা ধরে রাখারও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।



ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’ টিভির ওয়েবসাইটে দেওয়া উদ্ধৃতিতে পন্টিং বলেন, ‘ভারতীয় দলে বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। বিশ্বকাপে তারা অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ। ধোনি-কোহলিরা যদি তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে তাহলে যেকোনো দলের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। ’

সাবেক অজি অধিনায়ক আরও বলেন, ‘নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ই ভারতীয় দলকে বেশ চাঙ্গা রাখবে। পরের ম্যাচ গুলোতেও তারা ভালো করবে। আর আমার কাছে এবারের বিশ্বকাপে পাকিস্তান দলকে অনেক দুর্বল মনে হয়েছে। ’

তবে, সবশেষে নিজের দেশ অস্ট্রেলিয়াকেই এগিয়ে রেখেছেন পন্টিং। তিনি বলেন, ‘আমাদের সামনে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অস্ট্রেলিয়াই অন্যতম ফেভারিট। ’

বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।