ঢাকা: উমেস যাদবের পর আমিরাত শিবিরে আঘাত হানলেন ভুবনেশ্বর কুমার। আমিরাতের আরেক ওপেনার আমজাদ আলীকে ফেরালেন তিনি।
এর আগে আমিরাতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন আমজাদ আলী ও আন্দ্রে বেরেঙ্গার। আর ভারতের বোলিং সূচনা করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভার থেকে ৭ রান তুলে নিলেও পরের ওভারে উমেস যাদবের বলে উইকেটের পিছনে ধোনীর গ্লাভসবন্দি হয়ে ফেরেন বেরেঙ্গার (৪ রান)।
অস্ট্রেলিয়ার পার্থে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে গতবারের চ্যাম্পিয়ন ভারত এবং অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির।
এবারের বিশ্বমঞ্চে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দু’দলের বিপক্ষে দুর্দান্ত দুটি জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনীর দল।
অন্যদিকে, বিশ্বকাপের এ আসরে দুটি ম্যাচ খেলে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরেছে।
বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেটে সংযুক্ত আরব আমিরাত কোনো ম্যাচ খেলেনি। কিন্তু ভারত এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয় পেয়েছে চারটিতে, হেরেছে ছয়টিতে এবং টাই করেছে একটি ম্যাচ।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও উমেশ যাদব।
আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নীল পাতিল, আমজাদ জাভেদ, শাইমান আনোয়ার, আমজাদ আলী, রোহান মুস্তফা, মানজুলা গুরুজি, আন্দ্রে বেরেঙ্গার, মুহাম্মদ নাভেদ, ও ক্রিশনা চন্দ্র।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
** যাদবের প্রথম শিকারে সাজঘরে বেরেঙ্গার
** ফিল্ডিংয়ে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা
**টস জিতে ব্যাটিংয়ে আমিরাত