ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

অধিনায়ককে সতীর্থদের সাহায্য করা উচিৎ: স্যামি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, ফেব্রুয়ারি ২০, ২০১৫
অধিনায়ককে সতীর্থদের সাহায্য করা উচিৎ: স্যামি ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি মনে করেন, দলের বর্তমান খারাপ অবস্থার বিপরীতে সতীর্থদের অধিনায়ক জেসন হোল্ডারকে সাহায্য করা উচিৎ।

২৩ বছরের হোল্ডারের উপর ইতিমধ্যে ঝড় বইয়ে গেছে।

বিশ্বকাপ শুরুর আগে তার অধীনে ক্যরিবীয়রা দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৪-১’এ ওয়ানডে সিরিজ হেরেছিল। আর বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আইসিসি’র সহোযোগি দেশ আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে অঘটনের জন্ম দেয়।

এক সাক্ষাৎকারে ক্যারিবীয়দের সাবেক ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বলেন, ম্যাচে আমাদের সবাইকে জ্বলে উঠতে হবে। আর দলগত ভাবে সতীর্থদের অধিনায়ককে সাহায্য করতে হবে। ’

স্যামি আরো বলেন, ‘হোল্ডার তরুণ একজন ক্রিকেটার। আর অতীতে তাকে এমন অবস্থায় কখনো পড়তে হয়নি। আমি এ ব্যাপারটি অনুভব করি। আমি ব্যক্তিগত ভাবে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে সাহায্য করতে চাই। কারণ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করা খুবই কঠিন। ’

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।