ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপ সামাল দিচ্ছে জয়বর্ধনে-ম্যাথুস জুটি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
চাপ সামাল দিচ্ছে জয়বর্ধনে-ম্যাথুস জুটি ছবি: সংগৃহীত

ঢাকা: ডানেডিনে আফগানিস্তানের দেয়া ২৩৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে বড়সড় ধাক্কাই খেতে হয় শ্রীলংকাকে। ৫১ রানে লংকান টপঅর্ডারের চার উইকেট তুলে নিয়ে ম্যাচের উপর পূর্ন নিয়ন্ত্রন রাখতে পেরেছিল আফগানরা।

তবে মাহেলা জয়বর্ধনের অসাধারণ ব্যাটিংয়ে হাওয়া ঘুরতে শুরু করেছে। জয়বর্ধনে-ম্যাথুস মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেছেন অবিচ্ছিন্ন ৫০ রান। এ প্রতিবেদন লেখা অবধি শ্রীলংকার সংগ্রহ ৩০ ওভারে চার উইকেট হারিয়ে ১২৮ রান। জয়বর্ধনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৭৮তম অর্ধশতক। ৬৭ বলে ৫০ রান পূর্ন করেছেন এই গ্রেট ব্যাটসম্যান।

এই ইনিংসের মধ্য দিয়ে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহেলা। জয়বর্ধনে ছাড়াও এর ‍আগে শ্রীলংকার তিনজন ক্রিকেটার এমন কীর্তি গড়েছন।

লংকান ক্রিকেট তারকা সনাত জয়সুরিয়া ৩৮ ম্যাচে ১১৬৫ রান করেছেন। এছাগড়া তারই বন্ধু  কুমার সাঙ্গাকারা (৩২ ম্যাচে ১০৩৭ রান) ও অরবিন্দ ডি সিলভা ৩৫ ম্যাচে ১০৬৫ রান করে এই কীর্তি গড়েন।  

রোববার  শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে লংকান ব্যাটসম্যানদের চোখ রাঙানি দিচ্ছিল আফগানিস্তানের পেসাররা। এরপর লংকান ব্যাটসম্যানদের উপর রীতিমতো শাসন করছে তারা। ৫২ রানে চার উইকেট হারিয়েছে তারা। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন করুনারত্নে। ২৩ রান করে হামিদ হাসানের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি। গালিতে দাড়িয়ে থাকা নওরোজ মঙ্গলের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

এর আগে আফগানিস্তানের দেয়া ২৩৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে শ্রীলংকা। দুই রান তুলতেই দুই উইকেট হারানোর পর ব্যাটিং ভরসা কুমার সাঙ্গাকারার উইকেটও হারায় তারা। সাঙ্গাকারাকে (৭) ফিরিয়েছেন হামিদ হাসান।

আফগানিস্তানের পেসার দৌলত জাদরানের প্রথম বলেই এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফিরেছেন লাহিরু থিরিমান্নে (০)। এরপর শাপুর জাদরানের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরেছেন তিলকারত্নে দিলশান।

বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে রোববার খেলতে নামে শ্রীলংকা ও আফগানিস্তান। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে ২৩২ রানে অলআউট হয় আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর স্তানিকজাই।

অ্যাঞ্জেলো ম্যাথুস ও লাসিথ মালিঙ্গা তিনটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

** লংকান টপঅর্ডারে ধস
** লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা
** শুরুতেই হোঁচট খেল শ্রীলংকা
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।