ঢাকা: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ আসরের বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেনকে সোমবার দেশে ফেরত পাঠানো হচ্ছে। তার জায়গায় পেসার সফিউল ইসলাম আজ রাত নয়টায় মেলবোর্নের উদ্দেশ্যে রওনা দেবেন বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্রটি বাংলানিউজকে জানায়, ‘আমরা রিপ্লেসমেন্ট হিসেবে সফিউলকে পাঠাচ্ছি, সোমবার রাত নয়টায় সে রওনা হবে। ’
টিম কারফিউ ভঙ্গ করায় আল আমিন হোসেনকে বিশ্বকাপ দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। এদিকে বিসিবি জানিয়েছে, তাকে এ বিষয়ে বিশ্বকাপ শেষে তদন্তের মুখোমুখি হতে হবে।
আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) আল আমিনের রাতে টিম হোটেলের বাইরে যাওয়ার বিষয়টি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের নজরে আনে। এরপর বিসিবি তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫