ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ক্রিকেট

কিউইদের বিপক্ষে জেতাটা কঠিন হবে: স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
কিউইদের বিপক্ষে জেতাটা কঠিন হবে: স্মিথ

ঢাকা: বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি দেখার জন্য পুরো ক্রিকেট বিশ্বই মুখিয়ে ‍আছে। তবে কিউইদের মাটিতে জয় নিয়ে বাড়ি ফেরাটা কঠিন হবে বলে মনে করছেন অজি অলরাউন্ডার স্টিভেন স্মিথ।



অকল্যান্ডে ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।

ইতোমধ্যেই নিজেদের ভয়ঙ্কর রুপের জানান দিয়েছে নিউজিল্যান্ড। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় কিউইরা। অস্ট্রেলিয়াও নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারায়। বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। দু’দলই পায় সমান এক পয়েন্ট করে।

নিউজিল্যান্ডের মাঠে খেলা বলেই হয়তো খানিকটা পিছিয়ে থাকবে অজিরা। সেটাই স্মরণ করিয়ে দিলেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে তিনি উল্লেখ করেন, ‘নিউজিল্যান্ডকে হারাতে হলে দলের সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। ঘরের মাঠে কিউইরা খুবই ভয়ঙ্কর। ইংল্যান্ডের বিপক্ষেই ম্যাচটিই এর জ্বলন্ত প্রমাণ। ’

উল্লেখ্য, রোববার নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছায় অস্টেলিয়া ক্রিকেট টিম। অকল্যান্ডের ইডেন পার্ক গ্রাউন্ডে প্রথম দফায় অনুশীলন সম্পন্ন করেছে ক্লার্ক-বেইলিরা। অবশ্য পিচ সম্পর্কে অজিদের কিছুটা উদ্বেগ রয়েছে। এ সম্পর্কে স্মিথ বলেন, ‘এখানকার পিচগুলো কিছুটা ধীর গতির। নেটে যে ধরণের উইকেটে অনুশীলন করেছি, খেলার দিন সে রকম উইকেট থাকলেই হয়। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।