ঢাকা: ব্রিসবেনের গ্যাবায় গ্রুপ ‘বি’এর ম্যাচে আইসিসির দুই সহযোগী দেশ আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে। টস জিতে আয়ারল্যান্ড দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের হারিয়ে দিয়ে তাদের মিশন শুরু করেছে আইরিশরা। অন্যদিকে আরব আমিরাত জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই করে হেরেছে।
প্রথমবারের মতো নিজেদের মধ্যে মুখোমুখি হচ্ছে আইসিসির এ দুই সহযোগী সদস্য দেশ।
এর আগে ৯১ টি ওয়ানডে ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। যার মধ্যে জয় পেয়েছে ৪২টি ম্যাচে। অপরদিকে আরব আমিরাতের ওয়ানডেতে খেলা ম্যাচ সংখ্যা ১৯টি। জয় পেয়েছে ৫টি ম্যাচে।
অায়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেইজ, আলেক্স কুস্যাক, জর্জ ডকরেল, এড জয়সি, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জন মুনি, টিম মারটাগ, কেভিন ও'ব্রাইন, নিয়াল ও'ব্রাইন, পল স্টারলিং, স্টুয়ার্ট থম্পসন, গেরি উইলসন ও ক্রেইগ ইয়ং।
আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির(অধিনায়ক), খুররাম খান, স্বপ্নীল পাতিল, সাকলাইন হায়দার, আমজাদ জাভেদ, শামীম আনোয়ার, আমজাদ আলী, নাসির আজিজ, রোহান মুস্তফা, মানজুলা গৌরজ, আন্দ্রে বেরেঙ্গার, ফাহাদ আল হাশমি, মুহাম্মদ নাভেদ, কামরান শাহজাদ ও ক্রিশনা কারাতে।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি ২০১৫