ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অসম্ভব’কে সম্ভব করে নায়ক সেনওয়ারিই

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
‘অসম্ভব’কে সম্ভব করে নায়ক সেনওয়ারিই

ঢাকা: বলা চলে ‘অসম্ভব’কে সম্ভব করেছেন তিনিই। ৯৭ রানেই সাত উইকেট হারানো দলকে ২১১ রানের টার্গেটে পৌঁছে দেওয়া তো ‘অসম্ভব’ই বটে।



সেই অসম্ভবকে সম্ভব করে ম্যাচের নায়ক বনে গেলেন আফগানিস্তানের সামিউল্লাহ সেনওয়ারি। সেইসঙ্গে দলের বিশ্বকাপের প্রথম জয়ের ইতিহাসেও জায়গা করে নিলেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

ম্যাচে ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯৭ রানের সাত উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল আফগানরা। কিন্তু সেনওয়ারি ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলে দলকে এগিয়ে নেন। ১৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরের কাছে পৌঁছে দেন। তার ঝলমলে ইনিংসে ছিল সাত চার এবং পাঁচটি ছয়ের মার।

এই পর্যন্ত ৪৭ ম্যাচে সেনওয়ারি করেছেন ১১৯৬ রান। ২০০৯ সালে এই স্কটল্যান্ডের বিপক্ষেই অভিষেক হয়েছিল তার।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।