ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

পরের ম্যাচগুলোতেও ক্যারিবীয় হুমকি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
পরের ম্যাচগুলোতেও ক্যারিবীয় হুমকি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ব্রায়ান লারার মতে, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে হুমকি হয়ে দাঁড়াবে গেইল-স্যামুয়েলসরা। পরের তিন ম্যাচে ক্যারিবীয়দের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।



জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি ছিল ক্যারিবীয়দের জন্য রেকর্ডময়। ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়াইন বোলাররা। বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরির মালিক এখন গেইল। ইনিংসের শেষ বলে ২১৫ রান করে আউট হওয়ার আগে মারলন স্যামুয়েলসের সঙ্গে ৩৭২ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। পরে ৭৩ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিয়ানরা।

অবশ্য, বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে চার উইকেটের হার দিয়ে শুরু হয়। দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফেরে ক্যারিবীয়রা। পাকিস্তানকে হারায় ১৫০ রানের বিশাল ব্যবধানে।

লারা বলেন, ‘গেইল রানে ফেরায় উইন্ডিজ দল এখন আরো বেশি আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষের জন্য ক্যারিবীয়রা হুমকি হয়ে দাঁড়াবে। তারা ইতোমধ্যেই টুর্নামেন্টের অন্যতম বিপদজনক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ’

উল্লেখ্য, আগামীকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।