ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

হারের দু:খস্মৃতি ভুলতে চায় প্রোটিয়ারা: আমলা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
হারের দু:খস্মৃতি ভুলতে চায় প্রোটিয়ারা: আমলা হাসিম আমলা

ঢাকা: ভারতের বিপক্ষে ১৩০ রানের লজ্জার হারের দু:খস্মৃতি ভুলতে চায় দক্ষিন আফ্রিকা, এমনটি জানালেন দলের ওপেনার ব্যাটসম্যান হাসিম আমলা। তিনি আরো জানান, বিশ্বকাপের পরবর্তী ম্যাচে দলটি ঘুড়ে দাড়াবে।



প্রোটিয়ারা আগামী শুক্রবার সিডনীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে। যেখানে ক্যারিবীয়রা নিজেদের তৃতীয় ম্যাচে ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছিল।

আমলা বলেন, ‘ আমাদের দলের সবাই জানে আমরা নিজেদের একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে হেরেছি। সুতরাং বিশ্বকাপ মঞ্চে এমনটি আর হতে দেয়া যাবে না। ’

তিনি আরো বলেন, ‘আমরা সে ম্যাচে(ভারতের সঙ্গে) ভালো ক্রিকেট খেলতে পারিনি। তবে রাউন্ড রবিনে আমাদের ‍আরো বেশ কয়েকটি ম্যাচ আছে। তাই আমাদের প্রত্যেকটি ম্যাচে নিজেদের সেরাটা খেলতে হবে। আর দলের ক্রিকেটাররাও ভালো খেলার জন্য উন্মুখ হয়ে আছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।