ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ক্রিকেট

ভিলিয়ার্স শোতে প্রোটিয়াদের সংগ্রহ ৪০৮

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৪, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ভিলিয়ার্স শোতে প্রোটিয়াদের সংগ্রহ ৪০৮

ঢাকা: সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রোটিয়া দলপতি ডি ভিলিয়ার্স নির্ধারিত ৫০ ওভারে দলকে এনে দিলেন ৪০৮ রান। শেষ দিকে তার তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয়দের জয়ের জন্য প্রয়োজন ৪০৯ রান।



এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে ব্যক্তিগত ২০তম শতক হাঁকান ডি ভিলিয়ার্স। মাত্র ৫২ বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতক। এর আগে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রাইন ৫০ বলে বিশ্বমঞ্চে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের তালিকায় শীর্ষে রয়েছেন।

ভিলিয়ার্সের ১৬২ রানের ইনিংসে ছিল ১৭টি চার আর ৮টি ছক্কা। ৪৮তম ওভারে ক্যারিবীয়ান দলপতি জেসন হোল্ডারের এক ওভার থেকেই প্রোটিয়া দলপতি ভিলিয়ার্স তুলে নেন ৩৪ রান। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

৬৬ বলে ১৬২ রানের ইনিংস খেলেন ভিলিয়ার্স।

প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন ক্যারিবীয় দলপতি জেসন হোল্ডার। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে পয়েন্টে রাসেলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান ডি কক (১২ রান)।

দলীয় ১৮ রানে প্রোটিয়া ওপেনার ডি কক ফিরলেও রানের চাকা বেশ ভালো করেই সচল রাখেন আমলা-প্লেসিস জুটি। ১২৭ রান যোগ করেন এ জুটি। তবে, ব্যক্তিগত ৬২ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসিস। ক্রিস গেইলের বলে উইকেটের পিছনে রামদিনের হাতে ধরা পড়েন প্লেসিস।

এরপর একই ওভারে গেইল ফেরান আমলাকেও। ব্যক্তিগত ৬৫ রান করে এলবি’র ফাঁদে পড়েন আমলা।

২৫তম ওভারে ড্যারেন স্যামির বলে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম ছক্কা হাঁকিয়ে নিজের ২৮তম অর্ধশতক পূরণ করেন আমলা। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ৫ ওয়ানডেতে আমলার সর্বনিম্ন রান ৬১, রয়েছে দুটি শতকও।

আমলার পর ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক হাঁকান ডু প্লেসিস।

দলীয় ১৪৫ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরলেও বড় সংগ্রহের দিকেই যায় দ. আফ্রিকা। ব্যাটিং পাওয়ার প্লে’র পাঁচ ওভারে ডি ভিলিয়ার্স আর রোসো মিলে তোলেন ৭২ রান। তবে, ৪৩তম ওভারে আন্দ্রে রাসেলের বলে উইকেটের পিছনে রামদিনের গ্লাভসবন্দি হন রোসো। আউট হওয়ার আগে ভিলিয়ার্সের সঙ্গে ৭৫ বলে ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। ৩৯ বল থেকে ব্যক্তিগত ৬১ রান করার পথে রোসো ৬টি চার আর একটি ছক্কা হাঁকান।

রোসোর বিদায়ের পর ভিলিয়ার্সের সঙ্গে ৪.৩ ওভারে ৪৮ রানের একটি জুটি গড়েন ডেভিড মিলার। আন্দ্রে রাসেলের বলে জেরম টেইলরের তালুবন্দি হওয়ার আগে মিলার ২০ রান করেন।

এগারোতম বিশ্বকাপের পুল ‘বি’র ম্যাচে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন এর আগে ১০৯ ওয়ানডে ম্যাচ খেলা হাশিম আমলা এবং ৩৮ ওয়ানডে ম্যাচ খেলা কুইন্টন ডি কক। ক্যারিবীয়দের হয়ে বোলিং সূচনা করেন জেরম টেইলর।

পাওয়ার প্লে’তে এক উইকেট হারিয়ে ৩০ রান নেওয়া প্রোটিয়ারা ২০ ওভার শেষে করে ৮৭ রান। আর ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে প্রোটিয়ারা। ৪০ ওভার শেষে আর কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়ারা তোলে ২৫৮ রান।

২০০৭ সালের পর দু’দলের সর্বশেষ ১৭ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মাত্র একবার। তবে বিশ্বকাপে দূরত্বটা এত নয়। পাঁচ ম্যাচের তিনটি দক্ষিণ আফ্রিকা আর দুটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে দক্ষিণ আফ্রিকা হট ফেভারিট হিসেবেই তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর পর ভারতের কাছে ১৩০ রানের বড় ব্যবধানে হেরে কিছুটা হোঁচট খেয়েছে প্রোটিয়ারা।
 
অন্যদিকে, প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও পাকিস্তান এবং জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েই পুল ‘বি’ তে সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে ক্যারিবীয়রা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এবারের আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তবে এ মাঠ নিয়ে প্রোটিয়াদের রয়েছে দুঃখের স্মৃতি। এখানেই ১৯৯২ বিশ্বকাপে বৃষ্টি আইনের অযৌক্তিক সমীকরণের ফাঁদে পড়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচে ইংলিশদের বিপক্ষে প্রোটিয়াদের সামনে টার্গেট দেওয়া হয়েছিল এক বলে ২২ রান!

দ.আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবোট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনে মরকেল, রিলে রোসো ও ডেল স্টেইন।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলেমান বেন, ক্রিস গেইল, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, জোনাথন কার্টার, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

** দ্রুত রান তোলার চেষ্টা ভিলিয়ার্সের
** ব্যাটিং পাওয়ার প্লে’তে দিশেহারা ক্যারিবীয়রা
** বড় সংগ্রহের আভাস দিচ্ছে প্রোটিয়ারা
** প্লেসিস, আমলাকে ফেরালেন গেইল
** আমলার ২৮, প্লেসিসের ১৪
** বড় জুটির ইঙ্গিত দিচ্ছেন আমলা-প্লেসিস
** সতর্ক থেকেই ব্যাট চালাচ্ছেন আমলা-প্লেসিস
** হোল্ডার ফেরালেন ডি কককে
** ব্যাটিংয়ে নেমেছেন প্রোটিয়া ওপেনাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।