ঢাকা: ক্যারিবীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের ২০তম শতক তুলে নিয়েই ক্ষ্যান্ত হন নি ক্লাসিক ব্যাটসম্যান খ্যাত এবি ডি ভিলিয়ার্স। ৫২ বলে শতক হাঁকানোর পর তা টেনে পার করেছেন দেড়শও।
শেষ পর্যন্ত ৬৬ বলে ১৭ চার ও ৮ ছক্কায় ১৬২ রানে অপরাজিত থাকেন এ প্রোটিয়া ব্যাটসম্যান।
প্রোটিয়ারা তাদের শেষ তিন ওভার ২ বলে মোট ৮০ রান সংগ্রহ করে। এর মধ্যে ভিলিয়ার্সের ব্যাট থেকেই আসে ৬৮ রান।
আইসিসির তালিকায় শীর্ষে থাকা ক্লাসিক এ ব্যাটসম্যানের ঝুলিতে রয়েছে ওডিআইয়ে দ্রুততম শতকের রেকর্ড। গত ১৮ জানুয়ারি এই ওয়েস্টইন্ডিজের বিপক্ষেই ওডিআইয়ে দ্রুততম শতকের নতুন রেকর্ড গড়েন।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু করলেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত এ শতক তুলে নেন ভিলিয়ার্স। এটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতক।
এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে শতক হাঁকিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছেন আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রায়ান।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
** ৫২ বলে ভিলিয়ার্সের শতক