ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভগ্নিপতিকে খুন করতে উদ্যত হয়েছিলেন শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
ভগ্নিপতিকে খুন করতে উদ্যত হয়েছিলেন শ্রীশান্ত শ্রীশান্থ / ছবি : সংগৃহীত

ঢাকা: ঘটনাটা চমকে দেওয়ার মতোই। বল-ব্যাট রেখে ক্রিকেটারের হাতে যখন ওঠে ছুড়ি তখন তো অবাক হতেই হয়।

সাবেক ভারতীয় পেস বোলার শ্রীশান্থ নাকি জেলে বসেই তার ভগ্নিপতিকে ছুড়ি দিয়ে খুন করতে উদ্যত হয়েছিলেন! শুক্রবার তার পরিবারই গনমাধ্যমের কাছে এ কথা প্রকাশ করেন।

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ায় কারাগারে নেয়া হয় শ্রীশান্থকে। সেখানে বসেই তার ভগ্নিপতিকে খুন করতে চেয়েছিলেন সাবেক এই ভারতীয় বোলার।

শ্রীশান্থের বোন-জামাই মধু বালকৃষ্ণ গনমাধ্যামকে জানান, ‘তিহার জেলে থাকাবস্থায় ২৬ দিনের মাথায় এ ঘটনা ঘটান শ্রীশান্থ। ’

ভারতের প্লে-ব্যাক সিঙ্গার বালকৃষ্ণ জানান, ‘জেল কম্পাউন্ডের সামনে হাঁটার সময় হঠাৎ ধারালো ছুরি দিয়ে আমার উপর ঝাপিয়ে পড়েন  শ্রীশান্থ।   এ সময় সে নিজের হাতেই আঘাতপ্রাপ্ত হয়। কারাগারের কর্মকর্তারা এসে তাকে (শ্রীশান্থ) ধরে ফেলেন। ’

২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের ম্যাচে স্পট ফিক্সিং করেন শ্রীশান্থ। পরে তা প্রমাণিত হওয়ায় ক্রিকেট থেকে এই ডানহাতি বোলারকে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।