ঢাকা: রেকর্ড গড়াটা এবি ডি ভিলিয়ার্সের কাছে মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজকে পেলেই যেন অগ্নিমূর্তি ধারণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৬ বলে ১৬২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। ফিফটি করেন ৩০ বলে। ৫২ বলে বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। ৬৪ বলে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম দেড়শ রানের রেকর্ডটি নিজের করে নেন এই মারকুটে ব্যাটসম্যান। এর আগে বছরের শুরুতে ক্যারিবীয়দের বিপক্ষেই ওয়ানডের দ্রুততম (৩১ বল) সেঞ্চুরির রেকর্ড গড়েন ভিলিয়ার্স।
তবে, এতোসব রেকর্ডের পর ডি ভিলিয়ার্স নিজেও খানিকটা অবাক হয়েছেন। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করে আমি একটু অবাকই হয়েছি। আজকের দিনটি আমার জন্য বেশ উপভোগ্য ছিল। প্রতিটি বল যেন ব্যাটের মাঝে এসে লেগেছে। যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে। ’
প্রোটিয়া অধিনায়ক অারও বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে নির্দিষ্ট কোনো টার্গেট ছিল না। দলীয় স্কোর ৩৫০ রানের মধ্যে থাকাটায় স্বাভাবিক ছিল। অপরপ্রান্তে রিলি রোসোর সঙ্গ পাওয়ায় মারমুখীভাবে ব্যাট চালায়। ফলে, চারশ রান অতিক্রম করতে সক্ষম হয়। যেটি আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। ’
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫