ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নাও কমতে পারে ২০১৯ বিশ্বকাপের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
নাও কমতে পারে ২০১৯ বিশ্বকাপের দল

ঢাকা: ২০১৯ সাল থেকে বিশ্বকাপ হতে যাচ্ছে ১০ দলের- প্রাথমিকভাবে এমনটাই জানিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ফলে আইসিসির সহযোগি দেশগুলোর ভবিষ্যতে বিশ্বকাপে অংশ নেয়ায় অনিশ্চয়তার রেখা টেনে দিয়েছিল।



এমন সিদ্ধান্ত নিতে উদ্যত হওয়ায় আইসিসির সমালোচনাও করেছিলেন শচীন টেন্ডুলকারসহ বেশ কয়েকজন সাবেক কিংবদন্তি ক্রিকেটার।

চূড়ান্ত সিদ্ধান্ত যখন প্রায় ঠিকঠাক তখনই বিশ্বকাপে সহযোগি দেশগুলোর পারফরম্যান্স ভাবনায় ফেলেছে আইসিসিকে।

তবে, এগারোতম বিশ্বকাপের আসরে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। শ্রীলংকাকে ভয় পাইয়ে দেয় আফগানিস্তান। আরব আমিরাত শেষ ওভারে গিয়ে হার মেনেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে স্কটল্যান্ডও ভালো খেলেছে।

ছোট দেশগুলোর এমন পারফরম্যান্স দেখে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘এই বিশ্বকাপ শেষে নতুন ফরম্যাটে দল কমিয়ে ‍‌আনলে তা বিতর্ক সৃষ্টি করতে পারে। আমাদের আরো ভাবতে হবে। আমি সহযোগি দেশগুলোর খেলায় সন্তুষ্ট, আরো চমক দেখার অপেক্ষায় আছি। ’

১৯৯২ সালের বিশ্বকাপ আগামী বিশ্বকাপের ফরম্যাটকে পরিবর্তন করতে উদ্বুদ্ধ করে আইসিসিকে। সেবার ৯ দল অংশ নিয়েছিল। লিগ পদ্ধতিতে সবাই সবার সাথে মোকাবেলা করে এবং শীর্ষ চার দল সরাসরি সেমিফাইনালে ওঠে।

সে পদ্ধতিতে ফিরে গেলে খেলায় প্রতিযোগিতা বাড়বে। সব দলই প্রতিপক্ষকে হারানোর শক্তি নিয়েই বিশ্বকাপে আসবে বলে মনে করেন রিচার্ডসন।

তবে আইসিসির সহযোগি দেশগুলোর নজরকাড়া পারফরম্যান্সের ফলে নতুন করে ভাবতে হচ্ছে আইসিসিকে। ফলে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা নাও কমাতে পারে আইসিসি।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।