ঢাকা: ওয়েলিংটনে ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোববার (০১ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৪টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলংকা।
তিন ম্যাচে ইংল্যান্ডের জয় একটি।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়াম প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৩ সালে। সাড়ে ৩৩ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামটিতে প্রথম খেলা অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠার ৭ বছর পর। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সে ওয়ানডে হয় ২০০০ সালের ৮ জানুয়ারি।
এটি মূলত একটা রাগবি স্টেডিয়াম। তারপরও সর্বধরণের খেলাধূলার জন্য সমান উপযোগী স্টেডিয়ামটি পাহাড়ের ওপর অবস্থিত। বৃষ্টির উৎপাতে বিভিন্ন সময় ম্যাচ বাতিল অথবা পরিত্যক্ত হওয়া এ মাঠে কমন ফেক্টর। নিউজিল্যান্ডের অন্য স্টেডিয়ামগুলোর মতো পেসাররা এখানে সহায়তা পান বরাবরই। এবারের বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল এ মাঠে অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর মধ্যে- নিউজিল্যান্ড-ইংল্যান্ড (২০ ফেব্রুয়ারি), ইংল্যান্ড-শ্রীলঙ্কা (০১ মার্চ), দক্ষিণ আফ্রিকা-সংযুক্ত আরব আমিরাত (১২ মার্চ)।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫