ঢাকা: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পুল ‘বি’র ম্যাচে আর কিছুক্ষণের মাঝে মাঠে নামবে বিশ্বমঞ্চের ফেভারিট দক্ষিণ আফ্রিকা এবং অপেক্ষাকৃত দুর্বল দল আয়ারল্যান্ড। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দ. আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের দু’টিতেই জয় পেয়েছে আইরিশরা। অপরদিকে তিন ম্যাচ শেষে আইরিশদের সমান দুটিতে জয় পেয়েছে প্রোটিয়ারা।
ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। সবকটিতেই জয় পায় প্রোটিয়ারা। সর্বশেষ পাঁচটি ওয়ানডে ম্যাচের মধ্যে দু’টিতে হারের স্বাদ পায় আমলা-ভিলিয়ার্সরা। অপরদিকে, সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জয় পেয়েছে আইরিশরা।
দক্ষিণ আফ্রিকা দল: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, কাইল অ্যাবোট, ডেল স্টেইন, মরনে মরকেল ও ইমরান তাহির।
আয়ারল্যান্ড দল: উইলিয়ামস পোর্টারফিল্ড (অধিনায়ক), পর স্টার্লিং, এড জয়েস, নায়াল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবির্নি, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), কেভিন ও’ব্রায়েন, জন মুনি, ম্যাক্স সোরেনসন, অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকট্রেল।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ০৩ মার্চ ২০১৫