ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এখনও শীর্ষে আজমল, আটে সাকিব

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
এখনও শীর্ষে আজমল, আটে সাকিব সাইদ আজমল ও সাকিব আল হাসান

ঢাকা: একাদশ বিশ্বকাপে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারাও নিজেদের রং ছড়িয়ে যাচ্ছেন। আর সর্বশেষ আইসিসির বোলার র‌্যাংকিংয়েও এর প্রভ‍াব পড়েছে।

তবে দমাতে পারেনি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়া সাইদ আজমল ও সুনিল নারাইনকে।

৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের দুসরা জাদুকর আজমল। আর ৭১৯ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের রহস্যময়ী স্পিনার নারাইন। সেই সঙ্গে ৭০৮ পয়েন্টে তৃতীয় অবস্থানে আছে দক্ষিন আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন।

শীর্ষ তিনের পরের অবস্থান গুলো হচ্ছে আফ্রিকান ইমরান তাহির। ‍অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও মিচেল জনসন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এদিকে ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার অষ্টমস্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের পরের দুটি অবস্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ও পাকিস্তানের মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।