ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওপেনিং অস্বস্তি কাটছে না পাকিস্তানের

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
ওপেনিং অস্বস্তি কাটছে না পাকিস্তানের

ঢাকা: পুল ‘বি’র ম্যাচে নিউজিল্যান্ডের নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ হয়েছে পাকিস্তানের ওপেনিং জুটি।

বুধবার (৪ মার্চ) ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন পাকিস্তান ওপেনার নাসির জামশেদ।



ম্যাচের চতুর্থ ওভারের তৃতীয় বলে দলীয় ১০ রানে মানজুলা গুরুজির বলে খুররম খানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে মাত্র ৪ রান করেন তিনি।

এর আগে গত ৭ ম্যাচে ওপেনিংয়ে পাকিস্তানের গড় রান ছিল ১৮। ওই ম্যাচগুলোতে পার্টনারশিপ ছিলো- ১, ০, ১১, ১১১, ০, ০, ৩।

ওপেনিং জুটিতে এই অস্বস্তি দূর করতে নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েও ব্যর্থ হচ্ছে পাকিস্তান। পরীক্ষার অংশ হিসেবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইউনুস খানকে ওপেনিংয়ে পাঠানো হয়। তবে তিনিও সফল হতে পারেননি।  

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।