ঢাকা: পুল ‘বি’র ম্যাচে নিউজিল্যান্ডের নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শতক বঞ্চিত হয়েছেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ।
বুধবার (৪ মার্চ) ম্যাচের ৩৫তম ওভারের প্রথম বলে দলীয় ১৭৬ রানের সময় রান আউটে কাটা পড়ে শতক বঞ্চিত হন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম শতকের অপেক্ষায় থাকা এ ব্যাটসম্যান ব্যক্তিগত ৯৩ রান করে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে ১০৫ বলে ৮টি চার আর একটি ছক্কা হাঁকান শেহজাদ।
পাকিস্তানের হয়ে বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক বঞ্চিত হন জহির আব্বাস। তিনি ১৯৭৫ সালের বিশ্বকাপে ৯৭ ও ১৯৭৯ সালের বিশ্বকাপে ৯৩ রানে আউট হন।
জহির আব্বাসের পর বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৯০’র ঘরে গিয়ে আউট হলেন আহমেদ শেহজাদ।
শতক বঞ্চিত হলেও বিশ্বমঞ্চে প্রথমবারের মতো অর্ধশতকের দেখা পান তিনি। পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারের এগারোতম অর্ধশতকের মালিক হন শেহজাদ।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৪ মার্চ ২০১৫