ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্সের বিদায়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
ভিলিয়ার্সের  বিদায়

ঢাকা: নায়কোচিত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে এসেও ৩৩তম ওভারের দ্বিতীয় বলে ফিরে গেলেন এবি ডি ভিলিয়ার্স। অধিনায়ক ডি ভিলিয়ার্সের বিদায়ে নবম উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।



এর আগে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে পাকিস্তানি বোলাররা। ইনিংসের ১৬তম ওভারের ৫ম বলে রাহাত আলির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মিলার।

এরপর ২০তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ ইরফানের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন জে পি ডুমিনি। ১০৩ রানে প্রোটিয়াদের ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান।  

২৬ ওভার ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৪১ রান। ৩৭ বলে ৩৭ রান সংগ্রহ করে ক্রিজে রয়েছেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। স্টেইন আউট হওয়ার পর ক্রিজে এসেছেন কাইল অ্যাবোট।  
 
এর আগে ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশোকে সাজঘরে ফেরান ওয়াহাব রিয়াজ।

এর আগে পর পর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে পাকিস্তানি বোলাররা দলকে ম্যাচের ফেরানোর সম্ভাবনা জাগান। ১০তম ওভারে রাহাত আলি ডুপ্লেসিসকে এবং ১১তম ওভারে ওয়াহাব রিয়াজ উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলাকে সাজঘরে ফেরান।

পাকিস্তানের দেওয়া ২৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট খোয়ায় দক্ষিণ আফ্রিকা। এরপর অনেকটা হেসেখেলেই পাকিস্তানি বোলারদের মোকাবেলা করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। হাশিম আমলা ও ফাপ ডু প্লেসিস জুটি পাকিস্তানি বোলারদের দাপটের সঙ্গে মোকাবেলা করে আছড়ে ফেলেন বাউন্ডারি লাইনের বাইরে।

কিন্তু ম্যাচের ১০তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানি ফাস্ট বোলার রাহাত আলি ডু প্লেসিসকে সাজঘরে ফিরিয়ে দিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা জাগান।

এর আগে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই পাকিস্তানি ফাস্টবোলার মোহাম্মদ ইরফানের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২২ রানের পুঁজি সংগ্রহ করেই গুটিয়ে যায় পাকিস্তান। তবে বৃষ্টি আইনের খাড়ায় পড়ে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়িয়েছে ২৩২ রান।

দক্ষিণ আফ্রিকার বোলারদের বোলিং তোপে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক মিসবাহ উল হক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন করেন তিনি।

প্রোটিয়া ফাস্ট বোলার ডেইল স্টেইন ৩টি, মরনে মরকেল ও কাইল অ্যাবোট নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।