ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারালো আফগানিস্তান। ট্রেন্ট বোল্টের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাঝঘরের পথ ধরেন জাভেদ আগমাদি।
স্কোর: তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে ছয় রান।
এর আগে নেপিয়ারের ম্যাকলিন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। একাদশ বিশ্বকাপের এটি ৩১তম ম্যাচ। এ ম্যাচে দু’দলই নিজেদের পঞ্চম খেলায় নেমেছে।
নিউজিল্যান্ডর একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, রস টেইলর, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি (উইকেটরক্ষক), ড্যানিয়েল ভেট্টরি, অ্যাডাম মিলনে ও টিম সাউদি।
আফগানিস্তানর একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগারর স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
বাংলাদেশ সময়: ০৪১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫
** টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের