ঢাকা: সাধারণ কোনো টুর্নামেন্ট নয়, একেবারে বিশ্বমঞ্চেই ওডিআই ক্যারিয়ারের প্রথম শতকটি হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৩ ম্যাচ পর ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেলেন তিনি।
সোমবার (০৯ মার্চ) বিশ্বকাপের একাদশ আসরের ৩৩তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এ অনন্য রেকর্ড গড়েন তিনি।
৭৬ স্ট্রাইক রেটে ১৩১ বলে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান রিয়াদ। শতক হাঁকাতে সাতটি চার ও দু’টি ছয়ের মার মারেন তিনি।
এ ম্যাচের আগে ১১৩টি ওডিআই খেলা মাহমুদুল্লার ক্যারিয়ারে কোনো শতক ছিল না, সর্বোচ্চ অপরাজিত ৮২। তবে অর্ধশতক রয়েছে ১২টি।
২০০৭ সালের ২৫ জুলাই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় মাহমুদুল্লাহর।
এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে পাঁচ রানের জন্য শতকবঞ্চিত হওয়া তামিমের ৯৫ ছিল বিশ্বকাপে কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫
** জুটিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড রিয়াদ-মুশফিকের
** তিন বাঁহাতি দুই রানে কট্!
** রিয়াদের ১৩তম অর্ধশতক