ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের উল্লাস মেতে উঠেছে উত্তরাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
জয়ের উল্লাস মেতে উঠেছে উত্তরাবাসী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল।   টাইগারদের জয়ে সারা দেশের মানুষের সঙ্গে উল্লাসে মেতে উঠেছে রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দারাও।

জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে মিছিলে মিছিলে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন তারা।
 
সোমবার (০৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকায় সরেজমিনে এ চিত্র দেখা যায়।
 
উত্তরা এলাকার বিভিন্ন বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ-উল্লাসে।
 
সরেজমিনে দেখা গেছে, একদল শিক্ষার্থী পিকাপ ভ্যানে করে আনন্দ করছে। তাদের হাতে বাংলাদেশের পতাকা আর মুখে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগান। সঙ্গে পথচারী ও অন্যরাও হাত নেড়ে তাদের স্বাগত জানাচ্ছে।
 
আনন্দ মিছিলের ভেতর থেকে একজন ক্রিকেটপ্রেমী বাপ্পী বাংলানিউজকে বলেন, আমরা অত্যন্ত খুশি। রুবেল আজ অনেক ভালো খেলেছে। তাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি বাংলাদেশ ক্রিকেট টিম আগামীতে এর থেকেও ভালো খেলবে।
 
অপর এক ক্রিকেটপ্রেমী পিয়াল বলেন, মাঠে আজ আসলেই টাইগাররা নেমেছিলো। পুরো ম্যাচটা দারুণ খেলেছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।