যশোর: ইংলিশদের (ইংল্যান্ড) কাঁদিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় ক্রিকেট প্রেমিদের ঢল নেমেছে যশোর শহরে।
ক্রিকেট বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশ দল শেষ আটে পৌঁছানোর আনন্দে জাতীয় পতাকা, আবির জাতীয় রঙ, পটকা বাজি আর ঢোল-তবলা নিয়ে মাঠে নেমে পড়েন ক্রিকেটপ্রেমিরা।
বাংলাদেশের বিজয় হওয়ার পর মুহূর্তের মধ্যে শহরের দড়াটানায় কয়েক শ’ মোটরসাইকেল র্যালি, পিকআপ ভ্যানে চড়ে মিছিল করতে থাকেন টাইগার সমর্থকরা। এ সময় শিশু ও যুবকদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উল্লাসে একাকার হয়ে যায়।
টাইগার সমর্থকদের উল্লাসকে যানজট মুক্ত করতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ চারদিক ঘিরে অন্য রাস্তা দিয়ে গাড়ি-রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলে সুযোগ করে দেয়।
সরেজমিনে শহরের দড়াটানায় দেখা গেছে, ‘বিজয়ের আনন্দে ছোট একটি শিশু মানুষের মাথায় উঠে নাচানাচি করছে। সে মানুষের মাথার ওপর ডিগবাজি দিচ্ছে। কেউবা বাঁশের গেটের ওপরে লাল সবুজের পতাকা নিয়ে দড়াটানায় আগত ভক্তদের হাতছানি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
আবার কেউ কেউ বিভিন্ন ধরনের রঙ আর পটকাবাজি ফুটিয়ে প্রকম্পিত করে তুলেছে গোটা শহর।
দড়াটানায় উল্লাসে মেতে ওঠা যশোর সরকারি এমএম কলেজের ছাত্র আরিফ বিল্লাহ বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশ দলের সমর্থকরা রুবেল হোসেনের কাছে আজ কৃতজ্ঞ’। তার মতে, ‘রুবেল সত্যিই পৃথিবীর বুকে বাংলাদেশকে টাইগার হিসেবে দাঁড় করিয়েছে। ’
শহরের স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খেলার শেষভাগে উত্তেজনাপূর্ণ মুহূর্তে তামিম ইকবালের হাত ফসকে ক্যাচ মিস হলে টাইগার সমর্থকরা বেশ হতাশ হয়েছিল। অনেক সমর্থক বিজয়ের আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু রুবেল সেই বিজয়ের স্বাদ এনে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫