ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লিড বড় হচ্ছে ঢাকা বিভাগের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
লিড বড় হচ্ছে ঢাকা বিভাগের ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানের লিড নিয়েছে ঢাকা বিভাগ। ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের সংগ্রহ ছয় উইকেটে ২৪৯ রান।

প্রথম ইনিংসে ৩১৮ রান তুলেছিল ঢাকা বিভাগ। জবাবে ২৯১ রানে থামে রাজশাহীর প্রথম ইনিংস।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের সাত  উইকেটে ২১৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে রাজশাহী বিভাগ। শেষ তিন উইকেটে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আরো ৭৫ রান যোগ করলে ২৯১ রানে শেষ হয় রাজশাহীর প্রথম ইনিংস। হামিদুল ইসলাম দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন।

মোশাররফ হোসেন চারটি ও জুবায়ের হোসেন তিনটি উইকেট লাভ করেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে ভালো সূচণা পায় ঢাকা। ওপেনিং জুটিতে আব্দুল মজিদ ও রনি তালুকদার ৬৩ রান যোগ করেন। তবে সানজামুল ইসলাম ও সাকলাইন সজিবের স্পিনে দলের স্কোর ১৩০ রানে পৌঁছাতেই চার উইকেট খুইয়ে বসে মোহাম্মদ শরিফের দল। সেখান থেকে দলের হাল ধরেন রকিবুল হাসান ও নাদিফ চৌধুরী। পঞ্চম উইকেটে এরা দু’জন যোগ করেন ১১৩ রান।

দলীয় ২৪৩ রান সাকলাইনের ঘূর্নিতে এলবিডব্লুউ হন রকিবুল হাসান। ৮১ রানের ইনিংস খেলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। দিনের শেষ ভাগে এসে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন সগির হোসেন (০)।

নাদিফ চৌধুরী ৫৯ ও মোশাররফ হোসেন ২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।