ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে থাকছেন না গেইল!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
বাঁচা-মরার ম্যাচে থাকছেন না গেইল! ক্রিস গেইল

ঢাকা: ব্যাক ইনজুরির কারণে নিজেদের শেষ ম্যাচে মাঠে উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে ক্যারিবীয় ওপেনার ক্রিস গেইলের। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ওই ম্যাচটি টুর্নামেন্টে ক্যারিবীয়দের টিকে থাকার লড়াই।



আগামী রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় নেপিয়ারে ম্যাচটি শুরু হবে।

বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দলের অন্য খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিলেও হোটেলে বিশ্রাম নিয়েছেন গেইল।

এ বিষয়ে কোচ স্টুয়ার্ট উইলিয়ামস বলেন, তাকে সব ম্যাচে নামাতে পারলে ভালো হতো, তবে তার শারিরীক সমস্যার কথাও বিবেচনা করতে হবে।

ম্যাচের বিষয়ে তিনি বলেন, আমাদের গন্তব্য আমাদের হাতে, যা করা দরকার রোববার আমরা তাই করবো।

বিশ্বকাপের এগারোতম আসরে ৩৫ বছর বয়সী এ ‘বিধ্বংসী’ ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে দ্রুততম দ্বিশতকের (২১৫ রান) রেকর্ড গড়েন। তবে অন্য ম্যাচগুলোতে তাকে জ্বলে উঠতে দেখেন নি দর্শকরা।

এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে মাত্র দু’টিতে, পয়েন্ট ৪। তাই কোয়াটার ফাইনালে উঠতে ইউএইর সঙ্গে জয় ছাড়া বিকল্প নেই ক্যারিবীয়দের।

এদিন অপর ম্যাচে মুখোমুখি হবে পকিস্তান-আয়ারল্যান্ড। উভয়েরই রয়েছে ছয় পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।