ঢাকা: নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম নিশ্চিত করেছেন, কিউই তারকা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে।
ম্যাকালাম আরও জানান, উইলিয়ামসন বাংলাদেশের বিপক্ষে ম্যাচে থাকলেও ইনজুরিতে পড়া পেস বোলার অ্যাডাম মিলনে এ ম্যাচে থাকছেন না। তার স্থলাভিষিক্ত হবেন বাঁহাতি পেস বোলার মিচেল ম্যাকক্লেনাঘেন।
গত সপ্তাহ থেকে পাকস্থলীসংক্রান্ত রোগে ভুগছিলেন কিউই ব্যাটসম্যান উইলিয়ামসন। শুধু উইলিয়ামসনই না, সঙ্গে নিউজিল্যান্ডের আরও বেশ কিছু ক্রিকেটার একই সমস্যায় ভুগেন। তবে, কিউই দলপতি ম্যাককালাম জানান, দলের প্রায় সব ক্রিকেটার বর্তমানে সুস্থ্য রয়েছেন।
ম্যাককালাম বলেন, ইনডোর অনুশীলনে উইলিয়ামসন ছিলেন। তিনি ৩-৪ ঘণ্টা অনুশীলন করেছেন কোনো সমস্যা ছাড়াই। আমি আশাবাদী বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বেশ বড় ইনিংস খেলতে পারবে উইলিয়ামসন। আর দেখেও মনে হচ্ছে পরের ম্যাচে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী উইলিয়ামসন।
উল্লেখ্য, শুক্রবার (১৩ মার্চ) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শিরোপার দাবীদার নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫