ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা বিভাগ। রাজশাহী বিভাগকে তারা হারিয়েছে ১৩৪ রানে।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিনে রাজশাহীকে ৩৬০ রানের টার্গেট দেয় ঢাকা বিভাগ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামলে মোশাররফ হোসেনের স্পিন জাদুতে ২২৫ রানে গুটিয়ে যায় রাজশাহী। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ফরহাদ হোসেন।
মোশাররফ হোসেন পাঁচটি, জুবায়ের হোসেন তিনটি ও শুভাগত হোম নেন দুটি উইকেট।
বৃহস্পতিবার সকালে আগের দিনের ছয় উইকেটে ২৪৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। নাদিফ চৌধুরীর অপরাজিত সেঞ্চুরিতে (১০০) ৯ উইকেটে ৩৩২ রান তুলে ইনিংস দ্বিতীয় ঘোষণা করে মোহাম্মদ শরিফের দল।
সাকলাইন সজিব তিনটি, মুক্তার আলি ও সানজামুল ইসলাম দুটি করে উইকেট দখল করেন।
প্রথম ইনিংসে ৩১৮ রান তুলেছিল ঢাকা বিভাগ। জবাবে ২৯১ রানে থামে রাজশাহীর প্রথম ইনিংস।
দুই ইনিংসে ৯ (৪+৫) উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোশাররফ হোসেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫