চলতি আসরের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ঝরা পাতার মতো উইকেট খুইয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। কিউই বোলারদের বোলিং তোপে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে।
অথচ বোলিংয়ে ত্রাস ছড়ানো কিউই বোলাররা যেন পাত্তাই পেলেন না টাইগার ব্যাটসম্যানদের সামনে। বাংলাদেশি ব্যাটসম্যানরা কিউই বোলারদের হেসেখেলে ব্যাট চালিয়ে সংগ্রহ করে বিশ্বকাপের চলতি আসরে তাদের বিপক্ষে সর্বোচ্চ ২৮৮ রান।
টিম সাউদি, ট্রেন্ট বোল্টের আউট সুইং, ইন সুইং বলকে বাউন্ডারির বাইরে আছড়ে ফেলেন রিয়াদ-সাব্বির-সৌম্যরা।
বিশ্বকাপের এর আগে ৫ ম্যাচে কিউই বোলাররা সব প্রতিপক্ষকে অলআউট করতে পারলেও, বাংলাদেশকে অলআউট করতে পারেননি। উল্টো তাদের চার-ছয়ের মারে নাস্তানাবুদ হতে হয় টাইগারদের হাতে।
বোল্ট-সাউদি-ভেট্টোরিদের তুলোধুনো করে ক্যারিয়ারে টানা দ্বিতীয় শতক তুলে নেন বাংলাদেশি ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দিয়ে অপর প্রান্তে ঝড় তোলেন সৌম্য ও সাব্বির।
টাইগার ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ৫০ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৮ রান।
চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্য কোনো ব্যাটসম্যান শতকের দেখা না পেলেও, টাইগার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ১২৩ বলে ১২৮ রানের এক দৃষ্টিনন্দন ইনিংস।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫