ঢাকা: সেডন পার্কে ভারতের বিপক্ষেই হয়ত জিম্বাবুয়ের হয়ে শেষ ম্যাচটি খেলছেন উইকেটকিপার ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব নটিংহ্যাম্পশায়ারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন এ জিম্বাবুয়াইন অধিনায়ক।
একাদশ বিশ্বকাপ চলাকালিন কাউন্টি ক্রিকেটের এ চুক্তি নিশ্চিত করেন টেইলর। তবে তিন বছরের এ চুক্তি শেষ হলে তিনি আবারো জিম্বাবুয়ের হয়ে খেলতে পারবেন। কিন্তু ইংল্যান্ডেই হয়ত থেকে যেতে পারেন ২৯ বছরের এ ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে টেইলর বলেন, ‘এটা আমার জন্য কঠিন একটি সিদ্ধান্ত ছিল। আমি সব সময় জিম্বাবুয়ের হয়ে খেলতে পছন্দ করি। তবে আমি আমার স্ত্রী’র সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। ’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারটির জন্য আমার খারাপ লাগছে। তবে অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলাটাও আমাকে রোমাঞ্চিত করবে। ’
টেইলর জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ২৩টি টেস্ট ও ২৬টি টি-২০ খেলেছেন। আর আগামীকাল ভারতের বিপক্ষে তিনি ১৬৭তম ওডিআই ম্যাচ খেলবেন। তিনি টেস্টে ১৪৯৩ রানের পাশাপাশি ওয়ানডেতে ৫১২০ রান করেছেন। দুটি ফরম্যাটেই তার ব্যাটিং গড় ৩৪।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫