ঢাকা: ক্রিকেট বিশ্বকাপের পুল ‘এ’র শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ওয়ানডে ৠাঙ্কিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়া ও আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ড। পরবর্তী রাউন্ডের গতি-প্রকৃতি নির্ধারণে ম্যাচটির কোনো গুরুত্ব থাকছে না।
তবে, ম্যাচটি উভয় দলের দুই ক্রিকেটারের জন্য খানিক তাৎপর্যপূর্ণ। এ ম্যাচে খেলতে নামলেই ১৫০ ওয়ানডে খেলার কীর্তি গড়বেন অজি পেসার মিচেল জনসন। আর এ ম্যাচ স্কটিশ ব্যাটসম্যান কাইল কোয়েটজারের সামনে রয়েছে এক হাজার রান পূরণের হাতছানি। মাত্র ২৯ রান করতে পারলেই স্কটল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই ক্রিকেটার।
হোবার্টের বেলরিভ ওভালে শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পুল ‘এ’র গ্রুপ পর্বের খেলা।
ম্যাচটিতে জিতলে পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের পরই অবস্থান হবে অজিদের। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পুল এ’র শীর্ষ দল নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া শনিবারের ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৯।
গ্রুপের আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কা ছয় ম্যাচে চার জয়ে আট পয়েন্ট সংগ্রহ করেছে। আর লাল-সবুজের প্রতিনিধি টাইগারদের অর্জন সাত পয়েন্ট।
এ খেলা শেষে বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিতে যাওয়া স্কটল্যান্ডের অজিদের বিপক্ষে লড়াই করাই ম্যাচটি ঘিরে প্রধান লক্ষ্য। আগের পাঁচ ম্যাচের একটিতেও জয় নেই স্কটিশদের। তাই শনিবার চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলে খানিক সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরতে চাইবে প্রেস্টন মমসেনের দল।
এর আগে, স্কটিশরা চারবার মুখোমুখি হয়েছে অজিদের। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
শনিবারের ম্যাচে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্ত আসতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে বেশি রান খরুচে স্পিনার জাভিয়ের ডোহার্টিকে এদিন একাদশে রাখছে না অস্ট্রেলিয়া। তার জায়গায় খেলবেন প্যাট কামিন্স। এছাড়া অজিদের ব্যাটিং অর্ডারেও দেখা যেতে পারে কিছু পরিবর্তন।
অবশ্য, স্কটল্যান্ড দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগেই দেশে ফেরত পাঠানো হয়েছে অফস্পিনার মাজিদ হককে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও নামানো হয়নি তাকে। ফলে এ ম্যাচে অপরিবর্তিত থাকছে স্কটল্যান্ড একাদশ।
সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ব্রাড হাডিন, জাভিয়ের ডোহার্টি, মিচেল জনসন, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও জেমস ফকনার।
সম্ভাব্য স্কটল্যান্ড একাদশ
ক্যালাম ম্যাকলউড, কাইল কোয়েটজার, ফ্রেডি কোলম্যান, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন (অধিনায়ক), রিচি বেরিংটন, ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), জশ ডেভি, মিচেল লেস্ক, অ্যালসডায়ার ইভান্স ও রব টেইলর।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫