ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেইলরের শতক, রানের চাকার গতি বাড়ছে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫
টেইলরের শতক, রানের চাকার গতি বাড়ছে ব্রেন্ডন টেইলর / ছবি : সংগৃহীত

ঢাকা: দলীয় ৩৩ রানে তিন উইকেট খুইয়ে ফেলা জিম্বাবুয়ের ইনিংস মেরামতের পর ব্যক্তিগত শতকও হাঁকিয়ে ফেলেছেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। উপরুন্ত মিডলঅর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকে নিয়ে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছেন জিম্বাবুইয়ান দলপতি।



প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে বিশাল ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করা টেইলর ক্রিজে আছেন ১১৩ রানে রানে। আর ‍অপরপ্রান্তে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিচ্ছেন ১৯ রান করা আরভিন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। দলীয় ৩৩ রানে দুই ওপেনারসহ টপঅর্ডারের তিন উইকেট হারানোর পর ধুঁকতে থাকে টেস্ট খেলুড়ে দলটি। এমন পরিস্থিতি সামলে ৯৩ রানের কার্যকর জুটি গড়েন টেইলর ও শন উইলিয়ামস। দু’জনই প্রায় একইসময়ে অর্ধশতক পূরণ করেন।

দলীয় ১২৬ রানের মাথায় জুটিটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে শন উইলিয়ামস খেলে যান ৫০ রানের ঝলমলে ইনিংস।

ভারতের হয়ে উইকেট চারটি নিয়েছেন মোহাম্মদ সামি, উমেশ যাদব, মোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন।

গ্রুপ পর্বে উভয় দলের এ শেষ লড়াই নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বাংলাদেশ সময় শনিবার (১৪ মার্চ) সকাল ৭টায়। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শন উইলিয়ামসের সঙ্গে জুটি বেধে দলীয় ইনিংস মেরামতের পর উইলিয়াম ফিরে গেলে শতক পূরণ করে ফে

ভারতের হয়ে প্রথম বোলিং করেন মোহাম্মদ সামি। আর জিম্বাবুয়ের হয়ে ইনিংস গোড়াপত্তন করেন মাসাকাদজা-চিবাবা।

ভারত-জিম্বাবুয়ে ওয়ানডেতে এর আগে ৫৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪৪ ম্যাচে জিতেছে ভারত। আর ১০ জয় রয়েছে জিম্বাবুয়ের। বাকি দু’টি ম্যাচ টাই হয়েছে।

নিউজিল্যান্ডের মাটিতে ভারত-জিম্বাবুয়ে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপে হ্যামিল্টনের সে ম্যাচে ডিএল হাফটনের দলকে হারিয়ে দিয়েছিল আজহার উদ্দিনরা।

ভারত একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহিত শর্মা, মোহাম্মদ সামি ও উমেশ যাদব।

জিম্বাবুয়ে একাদশ
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), চামু চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মায়ার, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, রেগিস চাকাভা, তিনাশে পানইয়াঙ্গারা, তাওয়ান্ডা মুপারিওয়া ও তেন্দাই চাতারা।

** আরভিনকে নিয়ে এগোচ্ছেন টেইলর

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।