একপ্রান্তে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড রানের চাকা সচল রাখলেও, অন্যপ্রান্ত থেকে চারটি উইকেট খুইয়েছে আয়ারল্যান্ড। ম্যাচের ৩০তম ওভারে হারিস সোহেল তুলে নেনে আইরিশদে চতুর্থ উইকেটটি।
এর আগে দলীয় শতরান পূর্ণ না হতেই তিন উইকেটের হারায় আইরিশরা। কিন্তু অন্যপ্রান্তে ঠিকই রানের চাকা সচল রাখেন ওপেনার পোর্টারফিল্ড।
তিনি অপরাজিত রয়েছেন ৮৮ রানে। পোর্টারফিল্ডের সঙ্গে ৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন গ্যারি উইলসন।
৩৩ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান। পাকিস্তানি বোলার এহসান আদিল, রাহাত আলি, হারিস সোহেল ও ওয়াহাব রিয়াজ নিয়েছেন একটি করে উইকেট।
দলীয় ১১ রানের মাথায় ওপেনার স্টারলিংয়ের উইকেট হারালেও জয়েসকে সঙ্গে ৪৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন পোর্টারফিল্ড। দলীয় ৫৬ রানে ওহাব রিয়াজের বলে ব্যক্তিগত ১১ নারে ফিরে যান জয়েস। ফলে দুই উইকেটে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ৫৬।
এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে নেল ওব্রায়েন ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারেননি। ১২ রান করে দলীয় ৮৬ রানের মাথায় রাহাত আলীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
ওপেনিং স্পেলে বোলিং করতে তৃতীয় ওভারের ৩ নম্বরে বলে স্টারলিংকে এলবিডব্লিউয়ের ফাদেঁ ফেলে সাজঘরে ফেরত পাঠান আদিল।
টসে জিতে আয়াল্যান্ডের হয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নামেন পোর্টারফিল্ড এবং স্টারলিং। আর পাকিস্তানের হয়ে বোলিংয়ের সূচনা করেন সোহেল খান।
রোববার (১৫ মার্চ ) অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুল ‘বি’তে থাকা পাকিস্তান এবং আয়ারল্যান্ড মুখোমুখি হয়েছে।
বিশ্বকাপের ৪২তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
ভারত ও দক্ষিণ আফ্রিকা শেষ আট নিশ্চিত করলেও পুল ‘বি’ থেকে শেষ আটের টিকিট পেতে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতেই হচ্ছে তাদের।
পাঁচ ম্যাচে তিন জয়ে পাকিস্তান ও আয়ারল্যান্ড পেয়েছে ছয় পয়েন্ট করে। পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে যে দলই জিতুক রান রেটে চোখ থাকবে উভয় দলেরই।
২০০৭ বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এ ম্যাচেও সেরকম কিছু ঘটিয়ে শেষ আট নিশ্চিত করতে চায় আইরিশরা। অন্যদিকে পাকিস্তান দল সেরাটা খেলে প্রত্যাশিত জয়ে খুলতে চায় শেষ আটের দরজা।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
** পোর্টারফিল্ডের ব্যাটে এগুচ্ছে আইরিশরা
** ফিরলেন ওব্রায়েন, পোর্টারফিল্ডের অর্ধশতক
** জয়েসকে ফেরালেন ওহাব রিয়াজ
** প্রথম পাওয়ার প্লে’তে আইরিশদের সংগ্রহ ৪৭/১
** শুরুতেই আদিলের আঘাত, ফিরলেন স্টালিং
** কোয়ার্টারে ওঠার ব্যাটিংয়ে আইরিশরা
** শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড