ঢাকা: একাদশ বিশ্বকাপে গ্রুপ পর্বের সমাপ্তি ঘটেছে গতকাল। প্রথম রাউন্ডের ৪২টি খেলার মধ্যদিয়ে নিষ্পত্তি হয়েছে কারা খেলছে কোয়ার্টার ফাইনালে।
এদিকে এবারের আসরে গ্রুপ পর্বে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও দাপট দেখা গেছে। ব্যাটসম্যানরা যেমন তাদের উইলো দিয়ে রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন, তেমনি বোলারাও দুর্দান্ত স্পেলে ধরাশয়ী করেছেন ক্রিজে থাকা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন কুমার সাঙ্গাকারা। রেকর্ড টানা চার ম্যাচে সেঞ্চুরি করা শ্রীলঙ্কান এ ব্যাটসম্যান ছয় ম্যাচে ১২৪ গড়ে রান করেছেন ৪৯৬ রান।
শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় পরের অবস্থান গুলোতে আছেন যথাক্রমে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর দুটি সেঞ্চুরি সহ ৪৩৩ রান, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স একটি সেঞ্চুরি সহ ৪১৭ রান, শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান দুটি সেঞ্চুরি সহ ৩৯৫ রান ও পাঁচ ম্যাচ খেলা বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ দুটি সেঞ্চুরি সহ ৩৪৪ রান।
তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের গড়ের দিকে থেকে সাঙ্গাকারর পরেই আছেন মাহমুদুল্লাহ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করা ডানহাতি এ ব্যাটসম্যানের গড় ৮৬। কিন্তু সর্বোচ্চ রানের দিক থেকে স্ট্রাইক রেটে সবার উপরে ডি ভিলিয়ার্স। তিনি ১৪৪.২৯ স্ট্রাইক রেটে ছয় ম্যাচে মাত্র ২৮৯ বল খেলে করেছেন ৪১৭ রান।
আর এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইলের। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ১০ চার ও ১৬ ছয়ে ২১৫ রান করেন যা বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড। এর পরেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার(১৭৮), ডি ভিলিয়ার্স(১৬২), দিলশান(১৬১) ও হাশিম আমলা(১৫৯)।
এদিকে বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারের এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক। তিনি পাঁচ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন। পরের তিনটি অবস্থানে ১৫ উইকেট করে পাওয়া পাঁচ ম্যাচ খেলা ভারতের মোহাম্মদ শামি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ও চমক সৃস্টি করা স্কটল্যান্ডের জস ডেভি। আর ১৪ উইকেট নিয়ে পঞ্চমস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর।
আর এক ম্যাচে সর্বোচ্চ উইকেট পেয়েছেন কিউই বোলার টিম সাউদি। তিনি ইংল্যান্ডের বিপক্ষে নয় ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন সাতটি উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে নয় ওভারে ২৮ রান দিয়ে ছয় উইকেট নেয়া স্টার্ক আছেন পরের অবস্থানে। পরের তিনটি অবস্থানে আছেন পাঁচ উইকেট করে পাওয়া বোল্ট, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও দ.আফ্রিকার ইমরান তাহির।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫