ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাইপার টেনশনে ভারত!

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
হাইপার টেনশনে ভারত! ছবি: (ফাইল ফটো)

ঢাকা: এমন জানলে গত সপ্তাহ থেকে পেইন কিলার আর স্লিপিং পিল আরো বেশি করে ভারতের বাজারে ছাড়ত ওষুধ কোম্পানিগুলো। গত এক সপ্তাহে যে এই দু’ধরনের ওষুধের শুধু বিক্রিই বাড়েনি, মূল্যও বেড়েছে কয়েক গুন।

টেনশনে ভুগছে ভারতীয়রা। নিদ্রাকুসুম তেলের কার্যকারিতা কমেতো যাবেই, ১৯ মার্চ যখন সামনে দাড়িয়ে আছে মাশরাফিবাহিনী।

এবারের বিশ্বকাপের শুরু থেকে বিভিন্ন প্রতিপক্ষকে তাচ্ছিল্য করে ‘মওকা’ নামে যে কুরুচিপূর্ণ বিজ্ঞাপনে ভারতীয় মিডিয়া মজা নিচ্ছিল, বাংলাদেশ সামনে আসায় কিছুটা থমকে যেতে হলো। কি আর করা! পরিচালকের স্মৃতিতে ভেসে আসে ২০০৭ আর ২০১১। তাই নিজের মনকে শান্ত্বনা দেওয়ার জন্যে ফিল্মের নায়ক রনবীর কাপুরকে ‘মওকা’ বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে এবার। এরপরও যদি গ্রুপ পর্বের মতো শান্তি আসে!

আসলে ভারতীয় সমর্থকদের আর কি দোষ! যখন ক্রিকেট দুনিয়া দেখছে মাহমুদুল্লাহদের জয়রথ। কাদোঁ কাদোঁ দৃষ্টিতে গত ৯ মার্চ মরগানের মুখে ইংল্যান্ডের হারের কারণ ব্যাখা যে কোন দলকেই ভয় পাইয়ে দিয়েছে। বাঘের হিংস্র থাবায় কতোটা জখম হয়, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে মাইকেল ভনের উত্তরসূরীরা। তাইতো সিডনীতে রসিকতার পাত্র হতো হলো ভনকে। গ্লেন ম্যাকগ্রাতো বলেই ফেললেন: ‘মাইকেল, তোমার তো মেলবোর্নে থাকা উচিত! তুমি এখানে কেন?’ কারন মেলবোর্নে বাংলাদেশের খেলা হচ্ছে। ’

ভারতীয় ক্রিকেট বোদ্ধরা কিন্তু হালকা করে নিতে পারছে না বাংলাদেশকে।

পশ্চিমবাংলার পত্রিকা আনন্দবাজারে ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী জানালেন ভয়ের কারন। গৌতম ভট্টাচার্যকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওরা আমাদের দু’হাজার সাতে হারিয়েছে। এশিয়া কাপে সচীন সেঞ্চুরি করার পরেও হারিয়ে দিয়ে গিয়েছে। ’
 
শাস্ত্রী আরো বলেছেন, ‘টিমটা আমাদের দু’টো বড় টুর্নামেন্টে হারিয়েছে। নিউজিল্যান্ডের মতো টিমকে টানা সাত বার হারিয়েছে। এই টুর্নামেন্টে যারা এত ভাল খেলছে তাদের সম্মানের সঙ্গে দেখা ছাড়া কোনও উপায় খোলা নেই। আমি এর বেশি কিছু বলতে চাই না। ’
 
৩২ বছর আগের বিশ্বকাপজয়ী দলের সদস্য দিলীপ বেঙ্গসরকরের মনের কোনায় খোচাঁ দিচ্ছে আট বছর আগের স্মৃতি। তিনি বলেছেন, ‘ঠিক আট বছর আগের ওই সন্ধের কথা বারবার মনে পড়ছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। আর তখন আমি দেশের প্রধান নির্বাচক। দারুণ আগ্রহ নিয়ে বাড়ির টিভিতে বাংলাদেশ ম্যাচটা দেখতে বসেছিলাম। টস জিতে যখন ভারত আগে ব্যাট করতে নামল, তখনও বুঝতে পারিনি কী বিপর্যয় অপেক্ষা করে আছে দেশের ক্রিকেটের জন্য। ম্যাচ শেষে আমার অনুভূতি কী ছিল, সেটা বোঝাতে একটা শব্দই যথেষ্ট শক। ’

বাংলাদেশ দল সর্ম্পকে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ বলে ছেলেটা পরপর দুটো সেঞ্চুরি করে দুর্দান্ত ফর্মে আছে। তার উপর ওদের বোলিংটাও খারাপ না। বিশেষ করে ইনিংসের শুরুর দিকে ওরা দ্রুত উইকেট ফেলে দিতে পারে। তা ছাড়া টিমটার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। ইংল্যান্ডের মতো টিমকে হারানো, ঘরের মাঠে অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডকে কোণঠাসা করে ফেলা, তিনশোর কাছাকাছি রান তুলে দেওয়া দারুণ ছন্দে আছে মাশরফির টিম। স্মার্ট ক্রিকেট খেলতে পারে তরুণ টিমটা। খুব সতর্ক থাকতে হবে ভারতকে। ’

ধোনির কথাও তুললেন তিনি, ‘ভুলে যাবেন না, ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচটা কিন্তু ধোনিও খেলেছিল। সেই স্মৃতি ভুলে যেতে পেরেছে বলে মনে হয় না। তাই আত্মতুষ্টি বা গা-ছাড়া ভাব নিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলতে ও কখনওই নামবে না। ’

বোঝাই যাচ্ছে কি দুঃচিন্তায় প্রহর গুনছে ভারতীয়রা।

ইন্ডিয়া টাইমস পত্রিকার ক্রীড়া প্রতিবেদক জসুয়া অর্পিত নাথ খেলার পাতায় লিড করেছেন, ‘যে কারনে বাংলাদেশকে ভয় পাবে ভারত’। তিনি বলেছেন, জনগণ হয়তো বলবে, যখন কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, ভয় না পেলেও চলবে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ভারতকে এরকম ম্যাচে হারানোর অভিজ্ঞতা রয়েছে। ’ মাহমুদউল্লাহ, তামিম ইকবাল আর সাকিবকেই বিশেষভাবে সমীহ করতে হবে বলে মত দিয়েছেন তিনি। ’

তাইতো এতো টেনশনে যে ভারতীয়রা আছেন, সেটাইতো স্বাভাবিক। মওকার বিজ্ঞাপনকে ঘুরিয়েও নেয়ার বিষয়টিও কাজ করছে মনে মনে।

ফিরে যাই সিডনীতে। ক্রিকেটের মহারথিদের আড্ডায়। সেখানে যার মুখের হাসি অনেক দামি, সেই ব্রায়ান চার্লস লারাকে মনে করিয়ে দেওয়া হলো: আপনার শহরেই তো আট বছর আগে বাংলাদেশ বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দিয়েছিল। এবার সেই ভারতেরই মুখোমুখি হচ্ছে তারা শেন ওয়ার্নের শহরে। লারা না ওয়ার্ন? বাংলাদেশের জন্য কার শহরটা বেশি  ‘লাকি’ তাও প্রমাণ হয়ে যাবে। এবার একটু যেন হাসালেন লারা। ‘গুড লাক ম্যান’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।