ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের পক্ষে ইংলিশ আম্পায়ার!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ভারতের পক্ষে ইংলিশ আম্পায়ার! ইয়ান গোল্ড

ঢাকা: গ্রুপ পর্বে ইংলিশদের বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে টাইগাররা। পরের ম্যাচে কিউইদের বিপক্ষেও জমজমাট ম্যাচ উপহার দেয় তারা।

যোগ্য দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ এমন ভেবে নিজেদের জ্বালা কিছুটা হয়তো লাঘব করতে পেরেছেন ইংলিশ ক্রিকেটাররা।

খেলোয়াড়রা যদি হারের ‘জ্বালা’ সইতে পারেন তবে ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ডের সমস্যা কোথায়? নইলে টাইগার পেসার রুবেলের ছোড়া ওই বলটি নো-বল হিসেবে সম্মতি দিলেন কেনো।

ক্রিকেটের নিয়মানুযায়ী, বলের উচ্চতাজনিত কারণে নো-বলের সিদ্ধান্ত আসে লেগ আম্পায়ারের কাছ থেকে। লেগ আম্পায়ারের দায়িত্বে থাকা পাকিস্তানি আম্পায়ার আলিমদার রুবেলের বলটি নো-বল হিসেবে সঙ্কেত দিতেই কোনোরকম চিন্তা না করেই দ্রুত তা মেনে নেন ইয়ান গোল্ড।

বলের রিপ্লে দেখ‍ার পর এক টুইটে ফক্স স্পোর্টস ক্রিকেট জানায়, বলটিকে নো-বল সিদ্ধান্ত ভুল ছিল। সিদ্ধান্তের বিষয়ে টিভি ভাষ্যকারদের মুখেও সমালোচনা শোনা গেছে।

এছাড়া ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণও সিদ্ধান্তটিকে ভুল বলে টুইট করেছেন।

এর আগে মাশরাফির বলে সুরেশ রায়নার এলবিডব্লিউর একটি সিদ্ধান্তও নাকচ করে দেন ইয়ান গোল্ড। বাংলাদেশের রিভিউর আগে তা আউটের সিদ্ধান্ত দিলেও দিতে পারতেন তিনি।

আশ্চর্যজনক হলো এই, বিশ্বকাপের মতো আসরে কোয়ার্টার ফাইনালে এমন এক আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার এর আগে মাত্র ১৮টি ওডিআইয়ে দায়িত্বের অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।