ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রিয়াদের আউটের সিদ্ধান্তও বিতর্কিত!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
রিয়াদের আউটের সিদ্ধান্তও বিতর্কিত!

ঢাকা: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ যেন কেবল ভারতের পক্ষেই লড়ছে না, রীতিমত বাজে আম্পারিংয়ের বিরুদ্ধেও লড়ছে।

ক্রিকেটবোদ্ধাদের এই অভিযোগ আরও পোক্ত হলো মাহমুদুল্লাহ রিয়াদের আউটের সিদ্ধান্ত নিয়ে।

মোহাম্মদ সামির করা ১৭তম ওভারের চতুর্থ বলে রিয়াদ সজোরে হাঁকালে বলটি থার্ডম্যান অঞ্চল দিয়ে প্রায় ছক্কা হতে যাচ্ছিল, কিন্তু সেটা ধরে ফেলেন শিখর ধাওয়ান।

তবে, ধাওয়ান ক্যাচ ধরলেও বল লুফে নেওয়ার সময় তার পা বাউন্ডারি ছুঁইয়ে ফেলছিল বলে আম্পায়াররা দায়সারার জন্য রিপ্লে দেখেন।

দায়সারার জন্য রিপ্লে দেখা হলেও ধাওয়ানের পা বাউন্ডারি ছুঁয়ে ফেলেছিল কিনা তা একেবারে দূর থেকে দেখেন থার্ড আম্পায়ার। ভারতের পক্ষে ‍যায় এমন রিপ্লেগুলো অনেক কাছ থেকে (ক্লোজলি) দেখা হলেও রিয়াদের আউটের রিপ্লেটি মাত্র দু’বার এবং অনেক দূর থেকে দেখেই সিদ্ধান্ত দিয়ে দেন ইংলিশ থার্ড আম্পায়ার স্টিভ ডেভিস।

আম্পায়ারের এই সিদ্ধান্তে রিয়াদ সাজঘরের পথ ধরলেও শুরু হয় বিতর্ক। ইতোমধ্যেই এভিডি ভিলিয়ার্সের ফেসবুক পেজে ওই আউটের মুহূর্তটির ছবি চিহ্নিত করে প্রশ্ন করা হয়েছে, আসলে সেটি আউট ছিল কিনা।

সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজও।

এর আগে, ফিল্ডিংয়ের সময়ও পাকিস্তানি আলিম দার ও ইংলিশ ইয়ান গোল্ডের একাধিক ভুল সিদ্ধান্তে ভুগতে হয় বাংলাদেশকে।

এসব বাজে সিদ্ধান্ত যেমন ক্ষুব্ধ করছে টাইগার ক্রিকেটপ্রেমীদের, তেমনি বিস্মিত করছে শেন ওয়ার্ন, ভিভিএস লক্ষ্মণ, অর্জুন রামপাল, শোয়েব আখতারের মতো তারকাদেরও।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

** পক্ষপাতদুষ্ট আম্পায়ারদের কুশপুতুল দাহ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।